চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২
বহদ্দারহাটে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে। ছবি: রাজীব রায়হান/স্টার

বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন।

নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তুহিন শুভ্র দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশবক্সে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৯ জন আহত হন।

এতে গুলিবিদ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

যোগাযোগ করা হলে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।'

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন এবং তার কিছু সময় পরে আরেকজন মারা যান বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তুহিন শুভ্র দাস।

এর আগে দুপুর ১টা থেকে বহদ্দারহাট মোড়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

একপর্যায়ে কয়েক হাজার আন্দোলনকারী পুলিশকে ধাওয়া করে দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ের নিয়ন্ত্রণ নেয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্দোলনকারী আবার সংগঠিত হয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা বহদ্দারহাট মোড়ে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

এতে চান্দগাঁও থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য আহত হন।
 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago