ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে ব্যাংক

ক্রেডিট কার্ডের সুদহার এখন থেকে ব্যাংকগুলো নির্ধারণ করতে পারবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণের ক্ষেত্রে সুদের সর্বোচ্চ হার ৯ শতাংশ শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং এখন থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবে ব্যাংক।

তবে 'ক্রেডিট কার্ডের ঋণের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা থাকছে না' বলে উল্লেখ করা হয়েছে মুদ্রানীতিতে। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, 'উপযুক্ত অর্থনৈতিক অবস্থার' পরিপ্রেক্ষিতে ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

২০২০ সালের এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হারের নীতি বজায় রেখেছে।

 

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

1h ago