‘মুনাফা বাড়াতে বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হবে’

‘মুনাফা বাড়াতে বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হবে’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক জানিয়েছেন, বিএসসির কার্যক্রম আরও সম্প্রসারণে নতুন জাহাজ যুক্ত করে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি কর্মস্থান সৃষ্টি করতে হবে।

আজ রোববার বিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএসসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক বলেন, 'বর্তমানে বিএসসি সরকারের পরিবহন খাতে একটি লাভজনক প্রতিষ্ঠান। ২০২১-২২ অর্থবছরে বিএসসি ২২৫ কোটি টাকা লাভ করেছে। আগামীতে আরও নতুন নতুন জাহাজ বিএসসির বহরে যুক্ত হওয়ার মাধ্যম কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।'

তিনি বলেন, 'বর্তমানে বিএসসির জাহাজ আছে ৮টি। আরও নতুন জাহাজ যুক্ত হলে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিএসসি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'

বিএসসির উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে সমুদ্র পরিবহনে জনগণ ও সরকারের অংশীদারিত্ব নিশ্চিত করতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন সংস্থাটির উপসচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পীযুষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ, কোম্পানি সচিব মো. লাল হোসেন, উপসচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

Comments