মা মেরির আদলে কিম কারদাশিয়ান, ভক্তদের ক্ষোভ

Kardashian
মা মেরির আদলে কিম কারদাশিয়ান

নিজের ইনস্টাগ্রামে কুমারী মেরির আদলে ছবি পোস্ট করে ক্ষোভের মুখে পড়েছেন রিয়েলিটি শো স্টার কিম কারদাশিয়ান।

গতকাল ছবিটি দেওয়ার পর থেকেই ভক্তদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাঁকে। বিষয়টিকে তাঁরা 'অসম্মানজনক' বলে অভিহিত করেছেন। ছবিটি সরিয়ে ফেলার অনুরোধও করেছেন অনেকে।

একজন ভক্ত লিখেছেন, "এটা শুধু অসম্মানজনকই নয়, বিষয়টি লজ্জাজনকও বটে।… আপনি পুলিশের অত্যাচারের কথা বলেন, রাজনীতির কথা বলেন, বন্দুক নিয়ন্ত্রণের বিষয়টিও আপনাকে ভাবায়; অথচ আপনি একটি ধর্মগোষ্ঠীর প্রতি অশ্রদ্ধা দেখালেন।…"

"এটা খুবই লজ্জাকর। এখুনি ছবিটি সরিয়ে ফেলুন…", লিখেছেন আরেক ভক্ত।

অন্য একজন লিখেছেন, "(ছবিটি) অতীব বিরক্তিকর এবং নিম্নমানের। (বিষয়টি) বুঝতে হবে। আপনি আমাদের মহান মেরির মতো নন এবং আপনার স্বামীও যিশু নন। আপনারা ধর্মীয় ব্যক্তিত্ব নন।"

ভক্তদের অভিব্যক্তির ধরন দেখে মনে হচ্ছে নতুন করে বিতর্কে জড়ালেন কারদাশিয়ান।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago