ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরবাড়ি হারালেন যে তারকারা

ক্যালিফোর্নিয়ায় দাবানল
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, যেখানে হলিউডের অবস্থান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত এবং এক লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই দুর্যোগে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, যেখানে হলিউডের অবস্থান। হলিউড-সংলগ্ন এলাকার অনেক বিনোদন তারকাই এ দাবানলে তাদের বাড়িঘর হারিয়েছেন। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তারকাদের তালিকা।

মেল গিবসন: টেক্সাসে জো রোগানের পডকাস্টে কথা বলার সময় ব্রেইভহার্ট ও ম্যাড ম্যাক্স তারকা জানতে পারেন হলিউডে অবস্থিত তার দীর্ঘদিনে বাসা পুড়ে গেছে। খবর পাওয়ার পর তিনি নিউজন্যাশনকে বলেন, 'দীর্ঘদিন ধরে সেখানে ছিলাম আমি, সেখানেই আমার সব জিনিসপত্র। এই ''জিনিসপত্রের বোঝা'' থেকে মুক্তি পেলাম আমি। কারণ এখন সবই ছাই হয়ে গেছে।'

স্যার অ্যান্থনি হপকিন্স: সাইলেন্স অব দ্য ল্যাম্বস ও দ্য ফাদার—দুটি চলচ্চিত্রের জন্য অস্কার জেতা এই কিংবদন্তি অভিনেতার দুটি বাড়ি পুড়েছে এই দাবানলে। 

'(দাবানলের ধ্বংসযজ্ঞের পর) আমাদের সঙ্গে শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে,' এক ইনস্টাগ্রাম বার্তায় লিখেন হপকিন্স।

বিলি ক্রিস্টাল: আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র হোয়েন হ্যারি মেট স্যালির তারকা, যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি কৌতুক অভিনেতা দাবানলে তার দীর্ঘদিনের বাড়িটি হারিয়েছেন। ১৯৭৯ সাল থেকে এই বাড়িতে বসবাস করছিলেন ক্রিস্টাল।

৭৬ বছর বয়সী ক্রিস্টাল এবং তার স্ত্রী জ্যানিস জানান, এ বাড়িতেই সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছেন তারা।

জেফ ব্রিজেস: 'ক্রেজি হার্ট' ছবির জন্য অস্কার জেতা, দ্য বিগ লেবস্কি এবং আইরন ম্যানের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতাও দাবানলে মালিবুতে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন।

প্যারিস হিলটন: ৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী হিলটন এই দাবানলে মালিবু সৈকতের পাশে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছেন তিনি।

'এটা কত হৃদয়বিদারক তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না,' বলেন হিলটন।

এর বাইরে টপ গান মেইভরিক তারকা মাইলস টেলার, টিভি শো 'শিটস ক্রিক' তারকা ইউজিন লেভি, 'দিস ইজ আস' তারকা ম্যান্ডি মুর ও মিলো ভেন্টিমিলিয়া, অভিনেতা অ্যাডাম ব্রডি দাবানলে বাড়ি হারিয়েছেন।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

25m ago