মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

মালয়েশিয়ায় মাদক বহনের দায়ে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন এক বাংলাদেশি নাগরিক। 

২০১৬ সালে ৯ কেজি মেথাফেটামিন বহনের দায়ে ২৮ বছর বয়সী ওই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির উচ্চ আদালত।

তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করলে তার সাজা কমিয়ে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ বেত্রাঘাত নির্ধারণ করেন মালয়েশিয়ার আপিল বিভাগ।

এই মামলায় আরও দুই সাজাপ্রাপ্ত হলেন ভারতীয় নাগরিক আরিভাঝাগান মুরুগেসান ও মালয়েশিয়ার নাগরিক কে দিনাকারান।

গতকাল অ্যাস্ট্রো আওয়ানির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ১৩ আগস্ট সেলাংগর রাজ্যের আমপাং এলাকায় ৯ কেজি ১৮০ গ্রাম মেথামফেটামিনসহ আটক করা হয় তাদের। ২০১৯ সালে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেন উচ্চ আদালত।

তবে আসামিদের আইনজীবী আফিফুদ্দিন আহমেদ হাফিফি আদালতের কাছে তাদের সাজা কমিয়ে ১০ থেকে ১৫ বছরের মধ্যে নিয়ে আসার আবেদন জানান। পরে আপিল বিভাগের বিচারক দাতুক হাধারিয়াহ সৈয়দ ইসমাইল, দাতুক আজমান আব্দুল্লাহ এবং দাতুক এস এম কোমাথি সুপ্পিয়াহ তাদের শাস্তি কমিয়ে রায় দেন।

আদালত জানান, এই শাস্তি তাদের আটক হওয়ার দিন থেকে কার্যকর হবে।

রায় প্রদানের সময় বিচারপতি হাধারিয়াহ বলেন, 'তিন জনের বিরুদ্ধে আনা অভিযোগটিতে ত্রুটি ছিল। মামলায় বলা হয়েছে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে তারা আসলে সেগুলো তৈরি করতেন।'

তিনি বলেন, 'হাইকোর্টের বিচারক অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি এবং তাদের সুরক্ষা প্রদানের বিষয়টিও আমলে নেওয়া হয়নি।'

বিচারক হাধারিয়াহ আরও বলেন, 'মাদক মামলায় তাদের শাস্তি কমিয়ে আনার ব্যবস্থা নিয়েছেন আদালত। কেননা আসামিরা ইতোমধ্যেই তাদের অপরাধ স্বীকার করেছেন।'

Comments

The Daily Star  | English

Deadline for tax return submissions extended to Dec 31

The time has been extended due to demands from various professional bodies, the NBR said in  a press release.

14m ago