মালয়েশিয়ায় বাংলা মার্কেটে অভিযান, বাংলাদেশিসহ ৫০০ অভিবাসী গ্রেপ্তার
বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। শুরুতে ব্যাপক আকারে ধরপাকড় করা হলেও এখন তা থেমে থেমে চালানো হচ্ছে। ইতোমধ্যে ওইসব অভিযানে বাংলাদেশের অনেকেই গ্রেপ্তার হয়েছেন।
অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়া (জালান সিলাং) এ 'মিনি ঢাকা'তে জেনারেল অপারেশন ফোর্সের (পিজিএ) সদস্যরা ও পুলিশ অভিযান চালায়। সকাল ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী।
দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ৫০০ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
জালান সিলাংয়ের আশেপাশে রুম ভাড়া নেওয়া বিদেশিদের অবস্থান, বিদেশিদের আগমন এবং ওই এলাকায় বিদেশি মালিকানাধীন ও কর্মসংস্থানকারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারদের ডকুমেন্টেশন পর্যালোচনা প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন দেশের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।
Comments