পদ্মা সেতু নিয়ে জাপান প্রবাসীদের আনন্দ উৎসব

গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের ব্যানারে এবং গ্রেটার খুলনা কমিউনিটির সহযোগিতায় এই আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু চালু হওয়ায় আনন্দ উৎসব পালন করেছে জাপান প্রবাসীরা। জাপান প্রবাসীদের ২ সংগঠন গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের ব্যানারে এবং গ্রেটার খুলনা কমিউনিটির সহযোগিতায় এই আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ১১ সেপ্টেম্বর টোকিওর কিতা সিটি অজি হোকুতোপিয়া হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক।

সভার শুরুতে বাংলাদেশ থেকে পাঠানো মান্যবর ব্যক্তিবর্গের ধারণকৃত বক্তব্য প্রচার ও পদ্মা সেতু শীর্ষক আলোকচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বলেন, 'বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সারাদেশের প্রবাসী বাংলাদেশিরাও অংশীদার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও অটুট মনোবলের কারণে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

পদ্মা সেতু নির্মাণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, আগামীতে পদ্মা সেতুর মতো যে কোনো মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মো. শাহ আজম, আব্দুল কুদ্দুস, তাফসীর আহমেদ তুহিন, শাহ আলম, চৌধুরী সাইফুর রহমান লিটন, শফিকুল ইসলাম সোহাগ, জিএম সিরাজ, মরিতা মনি, সুখেন ব্রহ্ম, মাঝহারুল ইসলাম মাসুম, খন্দকার আসলাম হিরা, বাদল চাকলাদার, মাসুদুর রহমান মাসুদ, জাকির হোসেন জোয়ারদার, গুল মোহাম্মদ ঠাকুর, মো. ফিরোজ মোল্লা, সালেহ মো. আরিফ, মো. নাসিরুল হাকিম, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

জাপান প্রবাসীদের পরিচিত সংগঠন 'উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান' এবং স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় করেন।

Comments