যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

চ্যাম্পিয়ন মিশিগান চিতাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হলো 'মোটর সিটি চ্যাম্পিয়নশিপ (এমসিসি) ২০২২' এর দ্বিতীয় আসর। 

প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের ৯টি এবং ইংল্যান্ডর ১টি প্রবাসী দল অংশ নেয়। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫৫ হাজার ডলার।

এবারের আসরে জাতীয় দলের সাবেক অল রাউন্ডার আরিফুল হকের অধিনায়কত্বে মিশিগান চিতাস চ্যাম্পিয়ন এবং সাবেক অল রাউন্ডার ফরহাদ রেজার অধিনায়কত্বে বাংলাদেশ টাইগারস অফ ইউএসএ রানার আপ হয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেলে ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রিয়েশন সেন্টারের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইগারস অফ ইউএসএকে ২৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মিশিগান চিতাস।

বিরূপ আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ফাইনাল খেলা উপভোগ করেন। বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে ১০ ওভারের খেলা হয়।

মিশিগান চিতাসের হয়ে অধিনায়ক আরিফুল হক ছাড়াও জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস, বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়ার শাকের আহমেদ এবং বাংলাদেশ টাইগারসের হয়ে অধিনায়ক ফরহাদ রেজা ছাড়াও জাতীয় দলের তারকা ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ, সাবেক স্পিনার ইলিয়াস সানি মাঠে নামেন। ২ দলেই যুক্তরাষ্ট্রপ্রবাসী অন্য বাংলাদেশি ক্রিকেটরাও অংশ নেন।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মিশিগান চিতাস নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান  তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ফয়েজ লিংকন। এ ছাড়া, অধিনায়ক আরিফ ১৬ রান, ইমরুল কায়েস ৯ রান এবং শাকের আহমেদ ১ রান করেন।

মিশিগান চিতাসের ৯২ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ৬৬ রান করে 'বাংলাদেশ টাইগারস অব ইউএসএ'।

দলের হয়ে সোহরাওয়ার্দী শুভ সর্বোচ্চ ২৩ রান এবং ওপেনার আলী সামাদ ১৬ রান করেন। অধিনায়ক ফরহাদ রেজা ২ বল খেলে শূন্য রানে ফেরেন।

টুর্নামেন্টে ফ্রেন্ডস ইউনাইটেডের হয়ে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ৪ ম্যাচে ৯৭ রান করেন এবং ৭টি উইকেট নেন।

এ ছাড়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, ইলিয়াস সানী, নাদিফ চৌধুরী, আবু জাহেদ রাহী, কামরুল ইসলাম রাব্বি ও মেহরাব হোসেন জুনিয়র বিভিন্ন দলের হয়ে টুর্নামেন্টে খেলেছেন।

ফাইনাল খেলা শেষে নাদিয়া জাহানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক ও খেলোয়াড় গোলাম নওশের প্রিন্স, আয়োজক এমসিসির জগলুল হুদা মিতু, ইফতেখার হুসেন।

এ সময় উপস্থিত ছিলেন এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু, সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু, হ্যামট্রামেক  সিটির সাবেক কাউন্সিলর কাজী মিয়া, কমিউনিটি নেতা সেলিম আহমেদ, জুয়েল হুদা, শাহদাত হোসেন মিন্টুসহ অনেকে।

লেখক: মিশিগানপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English
CSA to be repealed

Govt will scrap CSA within a week

The Cyber Security Act will be repealed within a week and all cases filed under the act will be withdrawn, Nahid Islam, adviser to the posts, telecommunications, and information technology ministry, said yesterday.

11m ago