২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১১.৫৫ শতাংশ

করোনা
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২২৫ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ১ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৫৩ জন ঢাকা বিভাগের, ২৬ জন ময়মনসিংহ বিভাগের, ২০২ জন চট্টগ্রাম বিভাগের, ৬৯ জন রাজশাহী বিভাগের, ৪১ জন রংপুর বিভাগের, ৯৯ জন খুলনা বিভাগের, ৪৪ জন বরিশাল বিভাগের ও ১৭ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago