করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ২১ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। তার বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৬০৯ জন।
Comments