মুন্সিগঞ্জের এসপি করোনা আক্রান্ত, থাকবেন না পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে
মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার করোনার রিপোর্ট পজিটিভি এসেছে।
এর আগে তিনি গতকাল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেন।
পুলিশ সুপার আব্দুল মোমেন নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা কাশি আছে। করোনায় আক্রান্ত হওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকব না। আমি এখন কোয়ারেন্টিনে আছি। উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন আছে। আশাকরি আগামীকাল একটি সুন্দর আয়োজন হবে।'
আগামীকাল পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে শুক্রবার দুপুরে সুধী সমাবেশস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিপিএম (বার)। তাদের সঙ্গে এসপি আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর টোল প্লাজার কাছে সুধী সমাবেশে অংশগ্রহণ করতে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
Comments