করোনা: ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬.৯৬ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২৯ হাজার ৪৫২ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার ১ জন ও সোমবার করোনায় ২ জন মারা যান।

তার আগে ২ মাসের ব্যবধানে ২ জনের মৃত্যু হয় ২ জুন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১২৯ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের এবং ৫ জন সিলেট বিভাগের।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

41m ago