কুমিল্লা সিটি নির্বাচন

আরফানুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তের নির্দেশ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান রোববার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পৃথকভাবে অভিযোগ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে ইসি।'

এ সংক্রান্ত ইসির এক চিঠিতে বলা হয়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর মিছিল বের করা এবং কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে সভা করার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

এ দুটি ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে ইসি জানায়, ঘটনার তারিখ, স্থান, সময় ও প্রকৃত ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। 

নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন বিষয়ক তথ্যসহ একটি প্রতিবেদন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

সোমবার বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানোর কথা বলা হয়েছে চিঠিতে।

Comments