বরিশালে বিআরটিসির বাসচাপায় নিহত বেড়ে ৬

দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: টিটু দাস/স্টার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় আহত শিশুর মৃত্যু হয়েছে। দেড় বছর বয়সী শিশু ফারজানা আজ বুধবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।

দুপুরে কুয়াকাটা থেকে বিআরটিসি পরিবহনের বাসটি বরিশাল যাচ্ছিল। পথে বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত হন।

তারা হলেন-অটোরিকশাচালক হাসিব, সোহাগ শিকদার, আমির চৌধুরী ও তানজিলা।

গুরুতর আহত শিশু ফারজানাসহ ৩ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে শিশুটির মা সাথী মারা যান।

শিশু ফারজানার বাবা ফয়সাল বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English
Grameen Bank ownership changes in Bangladesh

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago