পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখে ঢাকায় যাওয়ার পথে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ছাত্রলীগ নেতা আফছার তামিমের মরদেহ উদ্ধার করেছে শরিয়তপুর পুলিশ।
নিখোঁজ হওয়ার ২ দিন পর আজ সোমবার বেলা ২টার দিকে পদ্মা নদীতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। তিনি ভোলার চরফ্যাশন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাড়ি।
গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তামিম ভোলা থেকে লঞ্চে রওনা হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠান শেষে বেলা ২টার দিকে কাঁঠালবাড়ি থেকে একটি নৌকা ভাড়া করে আরও ১৫-২০ জনের সঙ্গে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর তামিম বাদে অন্য সবাই উদ্ধার হন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমান বলেন, কুণ্ডুর চর ইউনিয়ন এর সিডার চর এলাকা থেকে উদ্ধারের পর তামিমের আত্নীয়রা লাশ শনাক্ত করেন। তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ ভোলায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
Comments