পদ্মা সেতুতে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২

স্টার ফাইল ফটো

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারের কাছাকাছি একটি সিলিন্ডারবোঝাই মিনি ট্রাক উল্টে যায়।

ট্রাকটি জাজিরা প্রান্ত দিয়ে সেতুতে ওঠে বলে জানান তিনি।

ওসি বলেন, '১৭ নম্বর পিলারের কাছে এসে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।'

তিনি জানান, ট্রাকটি শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর সেতুতে ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

নিহতদের একজন ওই ট্রাকের হেলপার মো. কাউসার (২৩) এবং অপরজন রাজু খন্দকার (৪৫) বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান।

ডা. মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়।'

বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Fiery crash kills at least 167 in worst airline disaster in South Korea

It is the deadliest air accident ever on South Korean soil, and the worst involving a South Korean airline in nearly three decades

8h ago