কালিয়াকৈরে ট্রেন লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ইঞ্জিনসহ টেনের বগি ২টি উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত ট্রেনের ২টি বগি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনসহ বগি ২টি উদ্ধারের পর উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চলের সঙ্গে রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীনুর রহমান শাহীন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাত ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক রেলস্টেশন অতিক্রম করার পর ওই ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম ডেইলি স্টারকে জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ৯টায় মৌচাক স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রাত ১২টায় রওনা দিয়ে রাত ৩টায় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনটি দুর্ঘটনায় পড়ায় উত্তরবঙ্গ ও খুলনার পথে চলাচলকারী অনেক ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ফলে কুড়িগ্রামগামী "কুড়িগ্রাম এক্সপ্রেস" জয়দেবপুর রেলস্টেশনে ও ঢাকাগামী "জামালপুর এক্সপ্রেস" মির্জাপুর স্টেশনে অপেক্ষা করছে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুতির ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। ১১ ঘণ্টা পর এখন সেগুলো পর্যায়ক্রমে চলাচল শুরু করবে।'

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী রেল বিভাগ) শাহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ৪ সদস্যর তদন্ত কমটি গঠন করা হয়েছে। ২টি বগির ৪টি চাকা লাইন থেকে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।'

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

13m ago