ঈশ্বরদীতে একই লাইনে ২ ট্রেন, বগি লাইনচ্যুত
![Pabna_DS_Map Pabna_DS_Map](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/pabna_map_1.jpg)
পাবনার ঈশ্বরদীতে একই লাইনে উঠে পড়ায় সংঘর্ষে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরদী লেভেল ক্রসিংয়ের কাছে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে ছেড়ে একটি মালবাহী ট্রেন ও একটি তেলবাহী ওয়াগন একই লাইনে চলে এলে এই দুর্ঘটনা ঘটে।
Comments