নরসিংদীতে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত
নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে মালবাহী কন্টেইনারের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে করে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেলপথ বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে রায়পুরা উপজেলার শ্রীনিধি স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের বগির বাম পাশের এক জোড়া চাকা লাইনচ্যুত হয়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু সর্বশেষ বগিটি লাইনচ্যুত হয়েছে, তাই লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনের বাকি অংশ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানান তিনি।
স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে রওয়ানা দিয়েছে। আমরা আশাবাদী বিকেলের মধ্যে বগি উদ্ধার করা যাবে এবং উদ্ধারের পর চট্টগ্রাম ও কিশোগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Comments