কেজি ৪০ নয়, প্রতিটি তরমুজ ৪০ টাকা

কারওয়ান বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রতিটি তরমুজ ৪০ টাকা দরে বিক্রি করছেন। ছবি:শাহীন মোল্লা/স্টার

তরমুজের কেজি ৪০ টাকা নয়, বরং ৩-৪ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। আজ শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এ দৃশ্যই দেখা গেছে।

বাজারে তরমুজের আড়তের পাশে কয়েকজন তরমুজ ব্যবসায়ীকে দেখা যায় ৮০-১০০টি তরমুজ নিয়ে বসে আছেন। প্রতিটি তরমুজ তারা বিক্রি করছেন ৪০ টাকা দামে।

এমন একজন ব্যবসায়ী আনোয়ার হোসেন। গত প্রায় ১০ বছর ধরে তিনি এখানে তরমুজ ও অন্যান্য ফল বিক্রি করে আসছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রচুর তরমুজ আসছে বাজারে। আমি সকালে ৩৫ টাকা দরে ১২০০ তরমুজ কিনেছিলাম। সারাদিন তরমুজ বিক্রি করেছি ৫০ টাকা দরে। সন্ধ্যার পর থেকে প্রতি তরমুজ ৪০ টাকা করে বিক্রি করছি।'

কয়েকদিন আগেও এসব তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, বর্তমানে খুলনা অঞ্চল থেকে প্রচুর তরমুজ আসায় তরমুজের দাম কমে গেছে। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে তরমুজ খেতে পানি চলে আসায় কৃষকরা আগেই তরমুজ সংগ্রহ করছেন। অনেক জায়গায় তরমুজ পচতেও শুরু করেছে। এজন্য বাজারে প্রচুর তরমুজ আসছে। তাই দামও কমে গেছে।

তবে কারওয়ান বাজারে ৪০ টাকায় একটি তরমুজ পাওয়া গেলেও, ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুরসহ অন্যান্য এলাকায় এই দামে তরমুজ পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

37m ago