কোটা আন্দোলন

শাহবাগ ছাড়িয়ে কারওয়ান বাজারে ‘বাংলা ব্লকেড’

সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীরা কারওয়ান বাজার মোড় অবরোধ করে। ছবি: স্টার

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ থেকে শিক্ষার্থীরা কারওয়ান বাজার এসে মোড়ের সবগুলো রাস্তা আটকে দেন।

কারওয়ান বাজার মোড় অবরোধ করায় যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে। ছবি: স্টার

এতে কারওয়ান বাজার হয়ে বাংলামোটর, পান্থপথ, ফার্মগেট ও এফডিসিমুখী রাস্তায় সব যানবাহন আটকা পড়ে।

অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন চলতে দেখা যায়। যাত্রীদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কারওয়ান বাজার পার হতে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা কারওয়ান বাজার মোড় থেকে অবরোধ তুলে নিলে, ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।   

১০ মিনিট পর বাংলামোটরের অবরোধও তুলে নেয় আন্দোলনকারীরা। কারওয়ান বাজার ও বাংলামোটর শিক্ষার্থীরা শাহবাগের দিকে চলে যায়। 

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হন এবং বিকেল ৩টা ২০ মিনিটে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে শিক্ষার্থীদের 'বাংলা ব্লকেড' কর্মসূচি অনুযায়ী, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে।

এদিকে, আগারগাঁওয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেছেন বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুপুর দেড়টার দিকে সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষার্থীরা মিছিল নিয়ে ব্যস্ত মোড় অবরোধ করে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।

অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে ওই এলাকা এড়িয়ে চলতে বলছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh foreign adviser visit to China 2025

Foreign adviser’s China tour: 10 extra years for repaying Chinese loans

Beijing has assured Dhaka it will look into the request to lower the interest rate to ease Bangladesh’s foreign debt repayment pressure

10h ago