শিহাবের মৃত্যু: হত্যা মামলা করলেন মা

সন্তানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে শিহাবের বাবা-মায়ের আহাজারি। ছবি: মির্জা শাকিল/ স্টার

টাঙ্গাইলে স্কুল ছাত্রাবাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন মা আসমা আক্তার।

আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় তিনি এ মামলা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, 'তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।'

মামলার বিষয়ে বাদী আসমা আক্তারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে শিহাবের ফুফাতো ভাই আল আমিন শিকদার হিমু দ্য ডেইলি স্টারকে জানান, 'মামলায় সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপনকে মামলার আসামি করা যায়নি।'

গত ২০ জুন টাঙ্গাইল শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি স্কুলের ছাত্রাবাসে আবাসিক শিক্ষার্থী শিহাবের মরদেহ পাওয়া যায়।

স্কুল কর্তৃপক্ষ সে সময় পরিবারের কাছে ফোন দিয়ে শিহাব অসুস্থ বলে জানায়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে শিহাবের মরদেহ পান অভিভাবকরা।

তবে শিহাবের মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে গতকাল রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনায় রোববার সৃষ্টি স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

52m ago