মদ জব্দ: ৩ জনকে আটক করেছে র‍্যাব

আব্দুল আহাদ, নাজমুল মোল্লা ও মো. সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মিথ্যা ঘোষণায় আনা ৩ কনটেইনার মদ জব্দের ঘটনায় ৩ জনকে আটক করেছে র‍্যাব।

তারা হলেন-নাজমুল মোল্লা (২৩), মো. সাইফুল ইসলাম (৩৪) ও আব্দুল আহাদ (২২)। তারা ৩ জনই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বাসিন্দা।

তবে আটক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মী আব্দুল আহাদকে এই চক্রের অন্যতম হোতা উল্লেখ করে র‍্যাব জানায়, তার বাবা আজিজুল ইসলাম ওই সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক এবং এই চক্রের মূল হোতা।

এর আগে গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ২টি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ বোতল মদ জব্দ করে র‍্যাব। এরপর আজ রোববার চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আরও ১ কনটেইনার মদ আটক করা হয়।

শুক্রবার রাতে ভুয়া কাগজপত্র দিয়ে এসব মদ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার নারায়ণগঞ্জ থেকে ২ কনটেইনার মদ জব্দের পর এর সঙ্গে সংশ্লিষ্ট রাজধানীর ওয়ারীর একটি বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে ৯৮ লাখ টাকাসহ বিপুল পরিমাণ নেপালি রুপি, ভারতীয় রুপি, চীনা ইওয়ান, ইউরো, থাই বার্থ, সিংগাপুর ডলার ও মালয়েশিয়ান রিংগিট জব্দ করা হয়।

এ অভিযানে নাজমুল ও সাইফুলকে আটক করা হয় এবং পরে রোববার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আহাদকে আটক করা হয় বলে জানায় র‍্যাব।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

17m ago