মিথ্যা ঘোষণায় আনা ২ কনটেইনার মদ নারায়ণগঞ্জে জব্দ, চলছে গণনা

ctg_port_23jul22.jpg
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে ২ কনটেইনার মদ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ শনিবার দুপুরে কাস্টমসের যুগ্ম কমিশনার সালাউদ্দিন রিজভী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মদের চালানটি গত রাতে বন্দর থেকে খালাস করা হয়েছিল। র‌্যাব ও গোয়েন্দা সদস্যদের সহায়তায় নারায়ণগঞ্জ থেকে জব্দ করে কনটেইনার দুটি চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। এখন গণনা চলছে।

ছবি: সংগৃহীত

রিজভী জানান, আইপি (ইমপোর্ট পারমিশন) জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন আমদানি করা হয়েছে ঘোষণা দিয়ে চালান দুটি খালাস করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago