পি কে হালদার আরও ১০ দিনের রিমান্ডে

পি কে হালদারকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে। ছবি: সংগৃহীত

ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পি কে) হালদারের আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার একটি বিশেষ আদালত।

বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পি কে হালদারকে আজ মঙ্গলবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন আদালতে হাজির করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারকে আদালতে হাজির করার পর ইডি তার ১৪ দিনের রিমান্ড চেয়েছিল।

আদালতে ইডি জানায়, সংস্থাটি গত সপ্তাহে যে সব এলাকায় অভিযান চালিয়েছিল, জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে সেই এলাকাগুলোতে নিয়ে যাওয়া দরকার।

এর আগে গত শুক্রবার গ্রেপ্তারের পর পি কে হালদারকে আদালতে হাজির করার পর আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গ্রেপ্তারের পর ইডি জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন পি কে হালদার।

তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

8h ago