দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড

নূর আফরোজ বেগম জ্যোতি। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আদালত তাকে দুদক আইনের দুটি ধারায় সাজা দিয়েছেন। সম্পদের তথ্য গোপন করায় তাকে ২ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।'

দুদকের উপপরিচালক আনোয়ারুল হক বাদী হয়ে ২০১৪ সালে এ মামলা দায়ের করেন। ২০১৭ সালে মামলার বিচার শুরু হয়।

আনোয়ারুল হক ডেইলি স্টারকে বলেন, 'মামলার তদন্তে দেখা যায় নূর আফরোজ জ্যোতি অবৈধভাবে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ উপার্জন করেছেন।'

আদালত তার অবৈধভাবে অর্জিত ৫৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দুদক আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আজ আদালত নূর আফরোজ বেগম জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নূর আফরোজ বেগম জ্যোতি বগুড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি এবং ২০০৫ সালে অষ্টম জাতীয় সংসদের বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago