নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলে আটক

সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবার আটক
মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আসিফ আলী অমি। ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী ও ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে নৌ বাহিনীর সদস্যরা।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে তাদেরকে হেফাজতে নেওয়া হয়।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশে ভেঙে দেওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য ছিলেন মোহাম্মদ আলী। এর আগে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তার স্ত্রী আয়েশা ফেরদাউস ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হন।

এই দম্পতির ছেলে আসিফ আলী অমি হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

তাদের বাড়ি হাতিয়া পৌরসভার চরকৈলাশে।

নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রিদওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদের বিরুদ্ধে হাতিয়া এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'সন্ত্রাস নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান চলমান থাকবে।'

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

15h ago