জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না: নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 'আমাদের প্রত্যাশা হলো, একটি জবাবদিহিমূলক সরকার গঠন, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলে দেশের সব সমস্যা সমাধান করতে সক্ষম হবো পর্যায়ক্রমে।'

তিনি বলেন, 'আগামীদিনে ক্ষমতায় গেলে বিএনপি কী করবে, তার বর্ণনা হলো রাষ্ট্র সংস্কারের ৩১ দফা। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দয়া করে এটা ঘরে আবদ্ধ রাখবেন না। ৩১ দফায় কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে।'

তারেক রহমান বলেন, 'যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে, আমরা সেই সময় এই দফাগুলো দিয়েছিলাম। সেটা প্রায় দুই বছর আগে। প্রথমে ছিল ২৭ দফা, পরবর্তীতে ৩১ দফা হয়েছে। কারণ, আমাদের সঙ্গে অনেক গণতান্ত্রিক দল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মতামত যুক্ত করা হয়েছে।'

বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'দলের প্রতি খেয়াল রাখতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। স্বৈরাচারীরা দেশটাকে শেষ করে দিয়েছে। এখনো সময় আছে, আসুন আমরা দেশ ও মানুষের কাজে ব্যয় করি। মানুষ এখন তাকিয়ে আছে বিএনপির দিকে।'

তিনি বলেন, 'আমরা দেখেছি কীভাবে গত ১৫ বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কীভাবে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দেওয়া হয়েছে, কীভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দুর্নীতির ওপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে তা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে।'

তিনি বলেন, 'দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নকরণ করা হবে। শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করা হবে। আমরা চাচ্ছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশের নাগরিকদেরকে এমনভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা দেশ-বিদেশে কোথাও গিয়ে না আটকে যায়। সারা বিশ্বেই যেন সে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।'

প্রশিক্ষণ কর্মশালায় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, 'দেশের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে উন্নত করতে হবে। দেশের যানজট একটি প্রধান সমস্যা। এ সমস্যা মোকাবিলা করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে।'

কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now