‘আমার পরিবার মৌলবাদী হামলার ঝুঁকিতে’

ভারতের সাবেক বিজেপি নেতা নাভিন কুমার জিন্দাল
ভারতের সাবেক বিজেপি নেতা নাভিন কুমার জিন্দাল। ছবি: টুইটার

ভারতের সাবেক বিজেপি নেতা নাভিন কুমার জিন্দাল জানিয়েছেন যে তার পরিবার মৌলবাদীদের হামলার ঝুঁকিতে রয়েছে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে নাভিন কুমার জিন্দাল ও নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে ভারতসহ নানা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।

এর আগেও প্রাক্তন সাংবাদিক জিন্দাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিলেন।

দল থেকে বরখাস্ত হওয়া জিন্দাল গতকাল হিন্দিতে এক টুইটার বার্তায় বলেন, 'আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমার ও আমার পরিবারের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না। অনুরোধ সত্ত্বেও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাসার ঠিকানা প্রকাশ করছেন। আমার পরিবার এখন মৌলবাদীদের হামলার ঝুঁকিতে।'

জিন্দাল একইসঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করেন, যেখানে একটি ফোন নম্বর দেওয়া আছে। তিনি দাবি করেন, এই নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে দিল্লি পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

বিতর্কিত মন্তব্যের জন্য গত সপ্তাহে জিন্দাল ও নূপুরকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

জিন্দাল নিজেকে একজন 'গর্বিত হিন্দু' হিসেবে দাবি করে জানান, এ মুহূর্তে তার একমাত্র চিন্তা হচ্ছে পরিবারকে সুরক্ষিত রাখা।

বিজেপির দিল্লি শাখার প্রধান আদেশ গুপ্তা এই নেতার বহিষ্কারের কারণ হিসেবে জানিয়েছেন, জিন্দালের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দলের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে।

আদেশ গুপ্তা বলেন, 'আপনার প্রাথমিক সদস্যপদ তাৎক্ষণিকভাবে রদ ও আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো।'

এর আগে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নকল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে পাঞ্জাবে মামলা হয়েছিল।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago