মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্য: সাভারে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: স্টার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া, বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ হয়েছে।

এসময় বিক্ষোভকারীরা মহানবী (সা.) সম্পর্কে মন্তব্যকারী বিজেপি নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।

এ বিষয়ে ঢাকা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জুমার নামাজ শেষে সাভার বাজার বাসস্ট্যান্ড ও বাইপাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আমরা বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Produce in US or pay tariffs

US President Donald Trump issued a blunt warning to global elites in a video message to the World Economic Forum yesterday: Make your product in the United States or pay tariffs.

3h ago