এবারও হচ্ছে না তিস্তার পানিবণ্টন চুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোন চুক্তি হবে না বলে আজ জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোন চুক্তি হবে না বলে আজ জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

প্রতীক্ষিত এই চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হয়তো হবে, এবার নয়।”

মন্ত্রী বলেন, “তবে এই ব্যাপারে ভারত খুব আন্তরিক। তাই চুক্তি নিয়ে আমরা আশাবাদী।”

“ভারতের একজন সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর এ ব্যাপারে আন্তরিকতা রয়েছে। কিন্তু দেশটির কিছু অভ্যান্তরীন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের পর চুক্তি নিয়ে আশাবাদী হতে পারি আমরা।”

বিশ্ব পানি দিবসের প্রাক্কালে আজ বিকালে দৈনিক ভোরের কাগজের অফিসে এক গোলটেবিল আলোচনায় এসব কথা জানান পানিসম্পদমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

Click here to read the English version of this news

Comments