সিকিমে বন্যা: শঙ্কায় বাংলাদেশ

ভারতের সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। ছবি: এএফপি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিমে ভারী বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত ২৩ ভারতীয় সেনা নিখোঁজ রয়েছেন।

বন্যার তোড়ে বুধবার রাজ্যের প্রধান সড়ক ন্যাশনাল হাইওয়ে-১০ এর কিছু অংশ ভেসে যায় বলে জানিয়েছে এনডিটিভি। 

বন্যায় সিকিমে কোনো বাংলাদেশি আটকা পড়েছেন কিনা এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, বন্যায় সিকিমে কোনো বাংলাদেশি আটকে পড়ার খবর তাদের কাছে নেই।

তিনি বলেন, বন্যায় সেখানে আটকা পড়েছেন এমন কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং ভারত কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি।

এদিকে তিস্তার চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তার পানি দ্রুত বাড়ছে। বাংলাদেশের উত্তরাঞ্চরে তিস্তা নদী তীরবর্তী পাঁচ জেলা--লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে জানান, গজলডোবা ব্যারেজের সবগুলো গেইট খুলে দিয়েছে ভারত। এ কারণে তিস্তার পানি হুহু করে বাড়ছে। বিকেলের মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। রাতে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ছাড়াতে পারে বলেও জানান তিনি।  

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago