বিটিএস নিয়ে ডকুমেন্টারি সিরিজ প্রচার করবে ডিজনি

কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি কৃতজ্ঞতা বিগহিট মিউজিক

ওয়াল্ট ডিজনি জানিয়েছে, তারা কে-পপ ব্যান্ড বিটিএসকে নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ প্রচার করবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিরিজটি আগামী বছর মুক্তি পাবে এবং এতে গত দক্ষিণ কোরিয়ান ব্যান্ডটির গত ৯ বছরের সংগীত এবং ফুটেজ অন্তর্ভুক্ত থাকবে। 'বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার' সিরিজটিতে গ্রুপের সদস্যদের প্রতিদিনের 'কর্মকাণ্ড, চিন্তাভাবনা এবং পরিকল্পনা' দেখানো হবে।

বিটিএস ম্যানেজমেন্ট কোম্পানি-এর সঙ্গে ডিজনির চুক্তির ফলে ওটিটি প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে একটি স্টেডিয়াম কনসার্টের রেকর্ডিং চালানোর পেয়েছে। যেটি ছিল করোনা মহামারির ২ বছর পর ভক্তদের সামনে গ্রুপের প্রথম পারফরম্যান্স।

এক বিবৃতিতে বলা হয়েছে, ডিজনি আগামী কয়েক বছরের মধ্যে এইচওয়াইবিইয়ের অন্যান্য শিল্পীদের নিয়েও নতুন প্রোগ্রাম চালু করবে।

Comments