বিটিএসের জাংকুকের প্রথম একক অ্যালবাম
কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জাংকুকের একক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে আগামী জুলাইয়ে।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন জাংকুক। এই অ্যালবামে একটি ইংরেজি গানও থাকবে।
বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, পরিকল্পনা নিশ্চিত হওয়ার পর তারা জাংকুকের একক অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
জে-হোপ, জিন, আরএম, জিমিন এবং সুগার পরে জাংকুক বিটিএসের ষষ্ঠ সদস্য হতে যাচ্ছেন যার একক অ্যালবাম বের হবে। ২৫ বছর বয়সী এই গায়ক ইতোমধ্যে শিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন।
গত বছরের নভেম্বরে জাংকুক ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য অফিসিয়াল গান গেয়েছিলেন। কাতারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরাসরি পারফর্ম করেন।
Comments