জেমস বন্ডের আবহ সঙ্গীতের রচয়িতা মন্টি নর্ম্যান মারা গেছেন

প্রতিটি সিনেমার শুরুতে জেমস বন্ডকে পিস্তল হাতে স্ক্রিনের দিকে বন্দুক তাক করে গুলি করতে দেখা যায়। ছবি: সংগ্রীহিত
প্রতিটি সিনেমার শুরুতে জেমস বন্ডকে পিস্তল হাতে স্ক্রিনের দিকে বন্দুক তাক করে গুলি করতে দেখা যায়। ছবি: সংগ্রীহিত

জেমস বন্ড সিরিজের আবহ সঙ্গীতের রচয়িতা সুরকার ও গীতিকার মন্টি নর্ম্যান (৯৪) মারা গেছেন।

গতকাল সোমবার নর্ম্যানের পরিবারের সূত্র দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাটভিয়া থেকে আগত অভিবাসী পিতা-মাতার সন্তান নর্ম্যান বেড়ে ওঠেন যুক্তরাজ্যের লন্ডনের পূর্ব প্রান্তে। ১৬ বছর বয়সে তার মা তাকে একটি গিটার কিনে দেন।

চলচ্চিত্রের সঙ্গীত নিয়ে কাজ করার আগে তিনি কিছুদিন থিয়েটারের জন্য কাজ করে সাফল্য পান।

১৯৬২ সালে মুক্তি পায় লেখক আয়ান ফ্লেমিং এর গোয়েন্দা উপন্যাসের ভিত্তিতে নির্মিত চলচ্চিত্র 'ডক্টর নো'। এ সিনেমার আবহ সঙ্গীত রচনার জন্য নর্ম্যানকে দায়িত্ব দেওয়া হয়।

তার রচিত আবহ সঙ্গীতটি এরপর মুক্তি পাওয়া জেমস বন্ডের সব সিনেমায় ব্যবহার হয়েছে। প্রায় প্রতিটি সিনেমার শুরুতে জেমস বন্ডকে পিস্তল হাতে স্ক্রিনের দিকে বন্দুক তাক করে গুলি করতে দেখা যায়। এ দৃশ্যের সঙ্গে শুরু হয় মন্টি নর্ম্যানের সুপরিচিত সুর।

পরবর্তীতে জন বেরি নামের অপর একজন সুরকার তার এই আবহ সঙ্গীতকে নতুন করে বিন্যাস করেন এবং এই বিন্যাসটিও বেশ জনপ্রিয়। তবে মূল রচয়িতা হিসেবে মন্টি নর্ম্যানকেই চেনে বিশ্ববাসী।

বর্তমান যুগেও জেমস বন্ডের সিনেমা থেকে অন্য অনেক কিছুর পাশাপাশি দর্শকরা শুধুমাত্র 'জেমস বন্ড থিম' নামে পরিচিত এ আবহ সঙ্গীত শোনার প্রত্যাশা নিয়েও সিনেমা হলে যান।

বন্ড সিনেমার পরিচালক কাবি ব্রকোলি নরম্যানের থিয়েটারের কাজে মুগ্ধ হয়ে তাকে এ কাজের দায়িত্ব দিয়েছিলেন।

জেমস বন্ড সিরিজের আবহ সঙ্গীতের রচয়িতা সুরকার ও গীতিকার মন্টি নর্ম্যান (৯৪) মারা গেছেন।
জেমস বন্ড সিরিজের আবহ সঙ্গীতের রচয়িতা সুরকার ও গীতিকার মন্টি নর্ম্যান (৯৪) মারা গেছেন। ছবি: বিবিসি

জেমস বন্ডের মূল আবহ সঙ্গীতের জন্য ভিএস ন্যায়পালের 'অ্যা হাউজ ফর মিস্টার বিশ্বাস' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি মঞ্চনাটকের জন্য রচিত একটি সুর নিয়ে কাজ করেন নর্ম্যান। অজ্ঞাত কারণে নাটকটি সেই সময় আলোর মুখ দেখেনি।

তিনি স্পাই চরিত্রকে মাথায় রেখে সুরটির পরিবর্তন করেন।

নর্ম্যান সেতারে বাজানো প্রথম অংশটুকু একটি ইলেকট্রিক গিটার দিয়ে আবার বাজান। এভাবেই তৈরি হয় জেমস বন্ডের কালজয়ী সুর।

শুরুতে রাজি না হলেও মন্টি নর্ম্যানকে পরিচালক ব্রকোলি ও তার অংশীদার হ্যারি সলজম্যান এমন এক প্রস্তাব দেন, যা তিনি ফেলতে পারেননি। তারা জানান, নরম্যান ও তার স্ত্রীকে জ্যামাইকায় নিয়ে যাওয়া এবং সেখান থাকা খাওয়ার সব খরচ তারা বহন করবেন। সেখানেই চলছিল ড. নো সিনেমার শুটিং।

পরবর্তীতে মন্টি নর্ম্যান ঠাট্টা করে বলেছিলেন, 'এই প্রস্তাবে আমার মন গলে যায়। আমি রাজি হয়ে যাই।'

নর্ম্যানের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, অল্প কিছুদিন রোগে ভোগার পর তিনি মারা গেছেন।

 

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago