দেশজুড়ে লোডশেডিং, বনানীর সড়কে সৌন্দর্যবর্ধনের আলো

সৌন্দর্যবর্ধন
সোমবার রাতে বনানীর সড়ক বিভাজকের ল্যাম্পপোস্টে স্ট্রিপলাইট জ্বলতে দেখা গেছে। ছবি: রাশেদ সুমন/স্টার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে যখন ঘোষণা দিয়ে লোডশেডিং চলছে, রাজধানীর বনানীর রাস্তায় তখন সৌন্দর্যবর্ধনের আলো দেখা যাচ্ছে।

সোমবার রাতে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের সড়ক বিভাজকের ল্যাম্পপোস্টে দেখা গেছে রঙিন স্ট্রিপলাইট জ্বলছে।

গত ৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কমিউনিটি সেন্টার, দোকানপাট, অফিস ও বাড়িতে সামাজিক অনুষ্ঠান উপলক্ষে সাজসজ্জার বাতি না লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বিদ্যুৎ সংকটে ২০ জুলাই থেকে সারা দেশব্যাপী রুটিন লোডশেডিং শুরু হয়।

Comments