বনানীতে বুধবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস
প্রতীকী ছবি | সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় আগামীকাল বুধবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

এছাড়া, এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকবে বলেও তিতাস জানিয়েছে।

গ্যাস পাইপলাইনের কাজের জন্য এর আগে গত রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

 

Comments

The Daily Star  | English

Reform now at crucial stage

Poised on the cusp of discussions on its much-promised reforms, the interim government completes six months in office following a wave of turbulence.

5h ago