চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে মাইকিং ও লিফলেট বিতরণ

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে লিফলেট বিতরণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আকবরশাহ ও ফিরোজশাহ কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

আজ শুক্রবার দিনব্যাপী মাইকিংয়ের পাশাপাশি পাহাড় এলাকায় বসবাসকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, গত ২১ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করার নির্দেশ দেন।

এছাড়া লিফলেট বিতরণ করে জনসাধারণকে সচেতন করার কথা বলা হয়।

কর্মকর্তারা আরো জানান, নির্দেশনা অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাহাড় ও হাউজিংগুলোতে শুক্রবার সকাল থেকে মাইকিং করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশ থেকে সকলকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তারা বলেন, 'যেহেতু এখন বর্ষাকাল, যে কোনো সময় বর্ষণ হতে পারে। এতে পাহাড় ধসের ঝুঁকি থাকবে।'

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল সরকার, উপবিভাগীয় প্রকৌশলী ছোটন চৌধুরী নেজামুল হক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago