ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষকের ইনক্রিমেন্ট-পদোন্নতি স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২ ছাত্রীকে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করার ঘটনায় এক শিক্ষকের ৪ বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষকের নাম বিষ্ণু কুমার অধিকারী। তিনি রাবিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
গতকাল রোববার রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
তিনি বলেন, 'তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকের ৪ বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করা হয়েছে। এ ছাড়া লিখিতভাবে তাকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।'
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ ও ২৭ জুন ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করার অভিযোগ করেন তারই ২ শিক্ষার্থী।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউটের পরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পরবর্তীতে নিরাপত্তাহীনতার কারণে ২৮ জুন ২ ছাত্রী নিরাপত্তা চেয়ে মতিহার থানায় জিডিও করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২ জুলাই ইনস্টিটিউটের সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছিল কর্তৃপক্ষ। পরে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে তদন্তের জন্য পাঠানো হয়।
Comments