যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

স্টার অনলাইন গ্রাফিক্স

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে বিভাগের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর আনা অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার সংগীত বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অ্যাকাডেমিক কমিটির সভায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। 

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ।

বিভাগের সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় অভিযোগকারী ছাত্রী এনামুল হকের কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করেন। পরে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপারসন বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। এরপর গত ১৬ আগস্ট একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. দেবপ্রশাদ দাঁ এ বিষয়ে ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগের প্রমাণ পেয়ে অধিকাংশ শিক্ষক একমত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তাকে বিভাগের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিতে।'

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিধি মোতাবেক পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ডেইলি স্টারকে বলেন, 'কোনো শিক্ষকের বিরুদ্ধে এটি গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। এ সব ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা সিন্ডিকেট সভা করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করি।'

তবে, এ বিষয়ে একাধিকবার ওই শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago