গানের সুরে সুরে চবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

বিশ্ববিদ্যালয়ের স্টেশনে প্রতিবাদী গানের আসর বসান বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। ছবি: নাঈমুর রহমান

যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো গানের সুরে ও কবিতার ছন্দে আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গত বুধবার থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন বন্ধ রাখেননি। রাত ৯টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে প্রতিবাদী গানের আসর বসান বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা প্রশাসনকে দেওয়া আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে 'আর বাকি ৩ দিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের এই আন্দোলনে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজহাত জাবীন সুমাইয়া আবৃত্তি করেন নজরুলের বিদ্রোহী কবিতাটি।

সংগীত বিভাগের শিক্ষার্থী অর্নব ভট্টাচার্য্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গানের মাধ্যমে প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, সবাই আমাদের দাবির সঙ্গে আছেন। আমরা মনে করি আমাদের আজকের প্রতিবাদ সফল। আমরা গানকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করছি।'

আরেক শিক্ষার্থী শাহনাজ মুন্নী বলেন, 'আমরা গত দিনের মতো আজকেও চবিতে ঘটে যাওয়া যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রেখেছি।'

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

29m ago