চবিতে ছাত্রী হেনস্তার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী উপপক্ষগুলোর নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এ সময় ঢাকা থেকে ভিডিও কলে যুক্ত হয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, 'যারা আমাদের নিরাপদ ক্যাম্পাসকে অনিরাপদ করতে চাইবে, যারা আমার বন্ধুদের ওপর অত্যাচার করতে চাইবে, তাদের অপশক্তিকে থামিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।'
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানায়।
Comments