শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী আন্দোলনের মাঝে শিক্ষকদের ফলাহার উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২ দিন ধরে চলা আন্দোলনের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে বর্ষাবরণ ও ফলাহার উৎসব পালিত হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক সমিতি।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য শিরীণ আখতার। তিনি ছাড়াও বিভিন্ন বিভাগের আরও ১০ শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এমন আয়োজনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক শিক্ষার্থী লিখেছেন, 'রোম যখন পুড়ছিল, নিরো স্যার-ম্যাডামরা তখন আম খাচ্ছিল'।
অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেছেন, 'শিক্ষকরা আমাদের পাশে না দাঁড়িয়ে ফল উৎসব করছেন, একদিকে ক্যাম্পাসে স্লোগান অন্যদিকে উৎসব, ব্যাপারটা পীড়াদায়ক।'
বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 'ছাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং বিচারের দীর্ঘসূত্রিতা নিরসনে যেখানে শিক্ষক সমিতির প্রত্যেকের এগিয়ে আসা দরকার সেখানে তারা উৎসব পালন করছেন।'
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ডই চলমান। এখানে প্রতিবাদও হবে, আমাদের এগিয়েও যেতে হবে। অনুষ্ঠানের পরিকল্পনা ২ মাস আগে করা হয়েছে। শিক্ষকরা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন, এ কারণে হঠাৎ করে অনুষ্ঠান বন্ধ করা যায়নি।'
Comments