ছাত্রলীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে বিকেল ৩টা ৫০ মিনিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হয়। পরে ৩টা ৫০ মিনিটে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সমাবেশস্থলে পৌঁছানোর পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এরপর জাতীয় সংগীত ও পরে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়।   

এর মধ্যেই মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরের পর বৃষ্টি হলেও ছাত্রলীগের লাখো কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছিলেন যে সমাবেশে ৫ লাখের বেশি শিক্ষার্থী জমায়েত হবে।

এর আগে আজ সকাল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান।

টি-শার্ট ও ক্যাপ পরে ছোট ছোট দলে নেতাকর্মীরা জাতীয় ও ছাত্রলীগের পতাকা হাতে স্লোগান দেন।

এ সমাবেশ থেকে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শুরুতে ৩১ আগস্ট এই সমাবেশ করার পরিকল্পনা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে ১ সেপ্টেম্বর করা হয় বলেও জানান তিনি।

 

Comments