২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলের তুলনামূলক চিত্র

পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে চলতি বছর পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। গত বছর ছিল ৯৪ দশমিক ৮ শতাংশ।

গত বছর ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। তাদের মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছেলে শিক্ষার্থী ও ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন মেয়ে শিক্ষার্থী ছিল। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ও মেয়ে শিক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। গত বছরের চেয়ে এ বছর ৮৬ হাজার ২৬২ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। সেই সঙ্গে গত বছরের মতো এ বছরও জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়ে শিক্ষার্থীরা।

এ বছর দেশের মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৮টি।

এ ছাড়া, গত বছর ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করলেও এ বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৭৫টি।

২০২২ সালের এসএসসি-সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৯ লাখ ৯৮ হাজার ১৯৩ জন ও মেয়ে শিক্ষার্থী ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। চলতি বছর পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮ লাখ ৭০ হাজার ৪৬ জন ও মেয়ে শিক্ষার্থী ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন।

২০২১ সালের এসএসসি-সমমানের পরীক্ষায় ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১১ লাখ ৪২ হাজার ৩৯৪ জন ও মেয়ে শিক্ষার্থী ১০ লাখ ৯৯ হাজার ৩০১ জন। তখন বছর পাস করেছিল ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন ও মেয়ে শিক্ষার্থী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

মাদ্রাসা বোর্ডে চলতি বছর পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ। এ বোর্ডে গত বছর ১৪ হাজার ৩১৩ জন জিপিএ-৫ পেলেও এ বছর পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। আর কারিগরি বোর্ডে গত বছর ৫ হাজার ১৮৭ জন জিপিএ-৫ পেলেও এ বছর পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন।

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

3h ago