এসএসসি: সারাদেশে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জিপিএ-৫

শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ও নারী শিক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

আজ সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।

Comments

The Daily Star  | English
Bangladesh alleges border abuse by BSF

Those pushed-in allege torture, abuses in India

Several Bangladeshi nationals have alleged that Indian authorities tortured them prior to pushing them across the border.

8h ago