রাবি ভর্তি: ১ শতাংশ পোষ্য কোটা শুধু কর্মচারীদের ছেলেমেয়েদের জন্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলেমেয়েদের কোটার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সাধারণ কর্মচারীদের ছেলেমেয়েদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।
এর আগে রাবি ভর্তিতে পোষ্য কোটা ছিল ৪ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে তা কমিয়ে ৩ শতাংশ করা হয়। আজ কোটা কমিয়ে ১ শতাংশ করা হলো।
Comments