রাতে বাড়ি থেকে হলে ফেরা রাবি শিক্ষার্থীর বিকেলে মরদেহ উদ্ধার

ফুয়াদ আল খতিব। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে ফুয়াদ আল খতিব নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

হল প্রাধ্যক্ষ একরামুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ গাইবান্ধার আমিনুল ইসলামের ছেলে।'

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফুয়াদ তিন-চার ঘণ্টা আগেই মারা গেছেন।

ফুয়াদ হলের একটি কক্ষে একাই থাকতেন।

হল প্রাধ্যক্ষ বলেন, 'ফুয়াদের পাশের রুমের এক শিক্ষার্থী আমাকে জানায় যে, সকাল ৯টার দিকে সে ফুয়াদকে বিছানায় শুয়ে থাকতে দেখে।'

বিকেল ৩টার দিকেও ফুয়াদকে বিছানায় একইভাবে শুয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে ওই শিক্ষার্থী হল প্রাধ্যক্ষকে জানান।

পরে হল কর্তৃপক্ষের সহায়তায় শিক্ষার্থীরা ফুয়াদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হলের শিক্ষার্থীরা জানান, ভোররাত ৩টার দিকে ফুয়াদ বাড়ি থেকে হলে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন।

সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'আলামত সংগ্রহ করা হয়েছে। ফুয়াদের মুখ থেকে রক্ত ও লালা ঝরতে দেখা গেছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।'

ফুয়াদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

 

Comments

The Daily Star  | English

Yunus urges DCs to foster teamwork, creativity in admin

He also urged them to express themselves while maintaining discipline and following the chain of command

1h ago