জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুশপুত্তলিকা দাহ

উপাচার্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা, দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ। ছবি: সংগৃহীত

সমাবেশ শেষে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করে তার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, 'এই প্রশাসনের মধ্যে স্বৈরাচারের প্রতিফলন দেখা যাচ্ছে, যা আমরা মেনে নেব না। প্রশাসন যদি শিক্ষার্থীবান্ধব ও ন্যায়নিষ্ঠ না হয়, তবে তাদের সরে দাঁড়ানোই শ্রেয়।'

সমাবেশে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, 'আমাদের প্রশ্ন, একজন বিতর্কিত শিক্ষককে কীভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? বহু শিক্ষার্থী এর মধ্যে তার দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। আমি রেজিস্ট্রারকে বলতে চাই, ক্ষমতা যদি আপনার অস্ত্র হয়, তবে শিক্ষার্থীরাই হবে এর শেষ জবাবদাতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ না করা হলে, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবো।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। অভিযোগকারী শিক্ষার্থীর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ এলাকা থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনায় রেজিস্ট্রার অফিসে লিখিত অভিযোগ দিতে যান ইভান তাহসীভসহ কয়েকজন শিক্ষার্থী। বিষয়টির সমাধান না করে রেজিস্ট্রার উল্টো তাদের ওপর চড়াও হন।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

2h ago